বাংলার মাটিতে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার কার্যকর করতে হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ডে শান্তি র্যালি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি শেষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম আর পটকাবাজি যাই করুক তাতে কোন লাভ হবে না।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/কামাল