ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কড়া হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত, আর সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর। পাকিস্তানকে উদ্দেশ করে তিনি বলেন, সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে।
সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়লগসের’ কার্টেন রেইজার অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা দেশকে ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি এ অভিযানকে ‘মাত্র ৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে উল্লেখ করেন।
উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগী। কেউ আমাদের পথে বাধা দিলে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আজকের ভারত কোনো ব্ল্যাকমেইলে ভয় পায় না, যে কোন পরিস্থিতিতে প্রস্তুত।’
চীনকে ঘিরে উত্তেজনার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, গত এক বছরে দুই দেশের নেতৃত্বের আলোচনার ফলে সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর সেখানে রাজনৈতিক স্পষ্টতা এসেছে এবং সন্ত্রাসবাদ অনেক কমেছে।
বিডি প্রতিদিন/কামাল