জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনার রায় ঘোষণার পর খুলনায় তার চাচাতো ভাইদের বাড়ি শেখ বাড়ির সামনে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এই বাড়িটি শেখ হেলাল, শেখ জুয়েল ও শেখ সোহেলের বাড়ি।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই বাড়ির সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা বাড়ির ছাদে আগুন ধরিয়ে দেন।
এর আগে, ২০২৪ সালের আগস্টে দফায় দফায় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বাড়িটিতে।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলছেন, তারা স্বৈরাচারের কোনো অস্তিত্ব রাখতে চান না। এ কারণে খুলনায় শেখ বাড়ির স্থাপনা যতটুকু অবশিষ্ট আছে তা-ও তারা গুঁড়িয়ে দিতে চান।
বিডি প্রতিদিন/কেএইচটি