তারুণ্যনির্ভর, উন্নত–সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের অঙ্গীকারকে সামনে রেখে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নোমান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম, এবং একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
বিডি-প্রতিদিন/মাইনুল