মানুষের মন সবসময় নতুন কিছু জানতে, দেখতে ও উপভোগ করতে চায়। আর ভ্রমণ সেই আগ্রহ ও কৌতূহল পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্রমণের নানা ধরন থাকলেও নৌভ্রমণ বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে একটি বিশেষ অভিজ্ঞতা। শান্ত নদীর বুকে নৌকার ভেসে চলা স্নিগ্ধ যাত্রা মনকে প্রশান্তি দেয়। এই উপলক্ষেই বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোরম নৌভ্রমণ।
রবিবার (১৭ আগস্ট) সাভারের রুপনগর ধামরাইয়ের বংশী নদীতে এই নৌভ্রমণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ সাভার উপজেলা শাখার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা মিতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়দার আলী রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী সরকার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কাসমেরী আক্তার আঁখি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মৎ কোহিনুর আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তারিন আক্তার, দপ্তর সম্পাদক আনোয়ারুল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু বলেন, ‘নৌভ্রমণ আমাদের শেখায় ধৈর্য, সাহস এবং প্রাকৃতিক সম্পদের প্রতি ভালোবাসা। এটি শুধু বিনোদন নয়, বরং আমাদের ঐতিহ্যের অংশও বটে। বাংলাদেশে বহু শহর ও গ্রামীণ জনপদ নৌপথে সংযুক্ত, তাই নৌভ্রমণ কেবল আনন্দের নয়, একান্ত প্রয়োজনীয় একটি অভিজ্ঞতা। মনকে সতেজ করে, জ্ঞান বাড়ায় ও জীবনের একঘেয়েমি দূর করে। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন।’
সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল বলেন, ‘নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য এক ভিন্নমাত্রায় ধরা দেয়। পানির ঢেউ, কূলে সবুজ গাছপালা, মাঝে মাঝে জেলেদের নৌকা, পানকৌড়ি ও বক-পাখির উড়াউড়ি—সব মিলে তৈরি হয় এক মোহময় পরিবেশ। মনে হয়, যেন নতুন এক জগতে প্রবেশ করছি।’
নৌভ্রমণে অংশগ্রহণকারী সদস্যরাও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
বিডি প্রতিদিন/জামশেদ