ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ‘নৈতিক শিক্ষা ও মূল্যবোধ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলার ভাকুড়া জগথা ভেলাতৈর (বিজিবি) বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে নীতি-নৈতিকতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার আহ্বান জানান। বক্তারা বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, মিথ্যাচার ইত্যাদি আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের প্রকৃষ্ট উদাহরণ। এসব সমস্যার কারণ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনায় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি জয়নাল আবেদীন বাবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মানুষের জীবনে নৈতিক শিক্ষা অপরিহার্য। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে, কারণ মূল্যবোধই মানুষের আচরণ ও কর্মকাণ্ডের পথপ্রদর্শক।’
বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার বলেন, ‘সমাজে যে নানামুখী অবক্ষয় দেখা দিয়েছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, আবুল বাসার ও আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি রাজা রহমান, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, দপ্তর সম্পাদক লাবণ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী ও সাকিব।
আলোচনা সভায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী—মুন, জবা, শিউলি, অর্নিকা, রিজভি, দৃষ্টি, জয়া দাস, ফেন্সিসহ অনেকে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ