‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার মিরাট ইউনিয়নে মিরাট মৎস্যজীবী পাড়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সচেতনতামূলক বক্তব্য রাখেন রানীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. চন্দন, আবুল বাশার চঞ্চল, সদস্য মো. শাহিন আলম, ও আফজাল হোসেন, কালের কণ্ঠের রাণীনগর উপজেলা প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদ।
বক্তারা বলেন, তালগাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ বৃক্ষ। এটি শুধু ছায়া দেয় বা কাঠামোগত কাজে ব্যবহৃত হয় না, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিশেষ করে বজ্রপাতের মতো প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা করতেও তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবছর দেশে বজ্রপাতে অসংখ্য প্রাণহানি ঘটে। এ প্রেক্ষাপটে তালগাছকে প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, প্রতিটি গ্রাম, জনপদ ও মাঠে নিয়মিতভাবে তালবীজ বপন করা হলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে।
তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের বিকল্প নেই। তালগাছ কেবল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাই করে না, এর ফলও পুষ্টিকর খাদ্য হিসেবে মানুষের চাহিদা পূরণ করে। তাই এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি সমাজের প্রতিটি মানুষের জন্যই একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বক্তারা সবাইকে আহ্বান জানান, শুধু একদিন নয়—প্রতি বছর যেন তালবীজ বপন কর্মসূচিকে অব্যাহত রাখা হয়। একইসঙ্গে স্থানীয় সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব গাছ লাগাতে উৎসাহিত করেন তারা।
বিডি প্রতিদিন/জামশেদ