আমার এলাকা ফুলবাড়িয়ার প্রান্তিক নারীসমাজের জন্য সেলাই মেশিন বিতরণের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। যেকোনো বিভাজনই সমাজকে পিছিয়ে দেয়। অগ্রসর সমাজ হতে হবে বিভাজনমুক্ত। অনেকভাবেই সমাজে বিভক্তি দেখা দেয়।
এর মধ্যে দরিদ্রতা অন্যতম। রাষ্ট্রের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সমাজের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। সেই দায়বদ্ধতা থেকে বসুন্ধরা শুভসংঘ যে ভূমিকা পালন করছে, তা অনুকরণীয়। জনসংখ্যা একটি দেশের জন্য বিপদ নয়, বরং তা সম্পদে পরিণত হবে যদি আমরা তাদের হাতে কাজ তুলে দিতে পারি।
ইদানীং প্রায় প্রতিটি বড় কম্পানি করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। বসুন্ধরা গ্রুপ তাদের মধ্যে অন্যতম। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে নানা কাজ করছে বসুন্ধরা গ্রুপ। গ্রামীণ নারীদের উপহার হিসেবে সেলাই মেশিন দেওয়া মানেই সংসার সামলিয়ে অতিরিক্ত সময়ে কিছু রোজগারের সুযোগ তৈরি করে দেওয়া।
এই মেশিনের মাধ্যমে আয় করে তারা এখন স্বাবলম্বী হতে পারবে। বাড়তি রোজগারের ফলে তারা স্বচ্ছন্দে চলাসহ ছেলেমেয়েদের শিক্ষিত করে দেশের সম্পদে পরিণত করতে পারে। শুধু সেলাই মেশিন দেওয়া হলে হয়তো তারা কাজ করতে পারবে কি না সন্দেহ থাকত। সেলাই মেশিন দেওয়ার আগে প্রতিটি নারীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়।
বসুন্ধরা শুভসংঘের প্রতি আমার প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে তারা আরো বেশি জনসেবামূলক কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যাবে।