অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও ভালোবাসায় একুশটি পদ্য নিবেদন করলো বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স শাখার ২১জন আবৃত্তিশিল্পী। শহীদ মিনার চত্বরে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি মুসলেমিনা সুলতানা।
একুশের চেতনা ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভসংঘের ২১ জন আবৃত্তিশিল্পী বাংলা ভাষার মর্যাদা, ভাষা আন্দোলনের ইতিহাস এবং দেশপ্রেমকে কেন্দ্র করে সাজানো আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স শাখার সাধারণ সম্পাদক এশা ইসলাম পায়েল, সাংগঠনিক সম্পাদক লিখা আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানিয়া তানজি, কার্য্যকরী সদস্য লাবণ্য মল্লিক, নাজনীন নাহার তন্বী, শৌরিন সোমানী, নুরে জান্নাত, সাদিয়া জান্নাত শোন্নাহ, মিথিলা নাজনীন, নাদিয়া ইসলাম, ফাতেমী সুষম,সঞ্চিতা সেতু, সেঁজুতি মল্লীক, আনিকা তাহসিন, ইশরাত জাহান, নূরজাহান রহমান জেরিন, সানজিদা আক্তার সামিরা, রুদাবা আনসারী, রুকাইয়া জামিন নাজাত, উম্মে সুমাইয়া শ্রাবন্তী ও সীমা রানী সাহা।
একুশ কণ্ঠের একক আবৃত্তি করা হয় ‘একুশে ফেব্রুয়ারি’, ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, ‘একুশের কবিতা’, ‘একুশ তুমি’, ‘একুশের গান’, ‘মাগো ওরা বলে’, ‘আজ সেই দিন একুশে ফেব্রুয়ারি’, ‘এই অক্ষরে’, ‘অমর একুশে’, ‘শহীদ মিনার জানে’, ‘বাংলা ভাষা’ এর মতো কালজয়ী কবিতাগুলো।
অনুষ্ঠানে সভাপতি মুসলেমিনা সুলতানা বলেন, ‘শুধু আনুষ্ঠানিকতা নয়, একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য।’ শুভসংঘের সদস্যরা জানান, ‘ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের প্রেরণা, আর সেই চেতনাকে জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন। শিল্পীদের আবেগময় পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় এবং একুশের চেতনাকে আরও প্রাণবন্ত করে তোলে।’
বিডি-প্রতিদিন/শআ