দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রকাশনার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ায় কেক কাটা, ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বিকালে শহরের মফিজ পাগলার মোড় ম্যাক্স মোটেলে বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলুর সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য মীর্জা সেলিম রেজা, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বগুড়া রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, নিউজ-২৪ এর রিপোর্টার আব্দুস সালাম বাবু, বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ আলীমুর রাজি তরুণ, দৈনিক নয়া দিগন্ত-এর বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেকুজ্জামান খান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সাবেক কাউন্সিলর মাসুদ রানা, দেশ রূপান্তরের বগুড়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, সাংবাদিক মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ও সাহিত্যিক এইচ আলীম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন সাহসী সাংবাদিকতায় অবিচল। সততা, নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে পত্রিকাটি। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে।
তারা আরও বলেন, বাংলাদেশ প্রতিদিন যাত্রার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। সাদাকে সাদা, কালোকে কালো বলায় গ্রহণযোগ্যতায় বরাবরই শীর্ষে রয়েছে পত্রিকাটি। মহান জাতীয় সংসদে বাংলাদেশ প্রতিদিন-কে প্রচারসংখ্যার শীর্ষ দৈনিক ঘোষণা করা হয়েছে বারবার। প্রিন্টের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন-এর অনলাইন ভার্সন সারা দুনিয়ায় বাংলা ভাষাভাষী পাঠকের কাছে জনপ্রিয়তার শীর্ষে।
আলোচনা অনুষ্ঠান শেষে কেক কাটা এবং ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল