দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬তম বছরে পদার্পন উপলক্ষে কুড়িগ্রামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, জেলা জামায়াতের নেতা ও আইনজীবী ফোরামের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক শফিক খান, বিএনপি নেতা ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানের শেষে উম্মূল হুদা হাফেজি ও নুরানী মাদ্রাসার হাফেজ ছাত্রদের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মোহতামিম মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, "বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি আগামী দিনে মাটি ও মানুষের কথা বলবে। গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে বাংলাদেশ প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।"
অপরদিকে, জেলা জামায়াতের নেতা অ্যাডভোকেট ইয়াসিন আলী বলেন, "বাংলাদেশ প্রতিদিন পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিডি প্রতিদিন/আশিক