মালয়েশিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং পিঠাঘর রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি ও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সভাপতিত্বে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ছাত্র এবং শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মাহবুব আলম শাহ বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের সকল শ্রেণি ও পেশার মানুষের অনেক পছন্দের একটি পত্রিকা এবং খুব দ্রুতসময়ের মধ্যে পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আমি আশা রাখি, বাংলাদেশ প্রতিদিন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের এই ভালোবাসা ধরে রাখবে যুগের পর যুগ।
এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, আবদুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, সহ- সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক মুহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সহ-সভাপতি কবি রফিক আহমেদ খান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য বসির ইবনে জাফর, মাইটিভি মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, ডিবিসি নিউজ মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, ব্যবসায়ী আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, জাহাঙ্গীর হাওলাদার, বাদল কারার, মোজাম্মেল হক প্রধান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ