নীলফামারীতে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী জেলা প্রতিনিধি আবদুল বারীর সভাপতিত্বে ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নুর আলম বাবুর সঞ্চালনায় সভায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, ডেইলি সানের এম আর রাজু, নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি হামিদুল্লাহ সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক নজিবুল ইসলাম।
বিডিপ্রতিদিন/কবিরুল