দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের হামদহ বাংলাদেশ প্রতিদিনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ঠ সমাজ সেবক লিয়াকত হোসেন, আমারদেশ প্রতিনিধি আরিফুল আবেদীন টিটো, সাংবাদিক নেতা ও সাবেক অধ্যাপক কেএম সালেহ,সাংবাদিক সাজ্জাদ আহমেদ,শাহানুর আলম, মাহফজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অরিত্র কুন্ডু। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ