বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পর্দার্পণ উপলক্ষে টাঙ্গাইলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের মেজবানি রেসস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জজ কোর্টের পিপি মো. শফিকুল ইসলাম রিপন প্রধান অতিথি থেকে ইফতার মাহফিল পূর্ব কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী হাজী শমশের আলী বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কালিহাতী হাজী আবু হাসেম বিএম কলেজের অধ্যক্ষ মুহাম্মদ তোফাজ্জল হোসেন ও ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন প্রমুখ। শেষে অতিথিবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।
বিডি প্রতিদিন/এএম