দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে গাজীপুরে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ আসর গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম।
বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সোহেল রানা, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সভাপতি দেলোয়ার হোসেন, বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. রুহুল আমিন সজীব, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মো. মিলটন খন্দকার প্রমুখ। বক্তারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সফলতা কামনা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল