বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬তম বর্ষে পদার্পণ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের নর্থ টাউন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে রাজনীতিবিদ, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রন্দোলনের নেতৃবৃন্দসহ ও প্রশাসনের কর্মকর্তাসহ প্রায় দেড় শতাধিক সুধীজন অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ, যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াল খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সজীব সরকার, মুখ্য সংগঠক টি.এম. মুশফিক সাদ, দ্য রেড জুলাইয়ের জেলা কমিটির আহবায়ক মুনতাসির হাসান মেহেদী, মুখ্য সংগঠক সালমান জোয়র্দার, সলঙ্গা থানা দলিল লেখক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, যমুনা প্রবাহর নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপনচন্দ্র দাস, যায়যায় দিনের জেলা প্রতিনিধি মোকাদ্দেস সরকার, সাংবাদিক এস.এম তফিজ উদ্দিন, মৌলভী নজরুল ইসলাম, কালেক্টরেক স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রেজা ও মো. কাইয়ুম আহমেদ।
এসময় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের শুভ কামনা করেন। একই সাথে দেশ ও জাতি এবং গণমানুষের কথা তুলে ধরবে বাংলাদেশ প্রতিদিন এমন আশাবাদ করেন। স্বৈরাচার শেখ হাসিনার চোখ রাঙ্গিয়ে যেভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে সেই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ