পাঠকপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ১৬ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুয়াডাঙ্গার একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিকটির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার। এতে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শেখ লিটন। এসময় সমাজের গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দিয়ে স্বল্প সময়ে নিজের অবস্থান গড়ে নিয়েছে বাংলাদেশ প্রতিদিন। ১৫ বছর ধরে সে ধারাবাহিকতা ধরে রেখেছে সুমানের সাথে। পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিও স্বচ্ছ সাংবাদিকতা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছে। পত্রিকাটি অতীতের মতো আগামীতেও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে, পাঠকদের এমনটাই প্রত্যাশা বলেও মতামত দেন বক্তারা।
বিডি প্রতিদিন/এএম