দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সাফল্যের ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পা রাখল। এ উপলক্ষ্যে আজ শনিবার (১৫ মার্চ) খুলনা প্রেসক্লাবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর সেক্রেটারী অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম জহির, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক নবাব, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ দিদারুল আলম, শেখ আবু হাসান, এইচএম আলাউদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহসভাপতি মো. রাশিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. আনিছুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, কৌশিক দে বাপী, আশরাফুল ইসলাম নূর, আহমেদ মুসা রঞ্জু, এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এমএ হাসান, ছাত্রশিবির খুলনা মহানগর সেক্রেটারী রাকিব হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠালগ্ন থেকে পাঠকের চাহিদা পূরণ করে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। ফলে পাঠকের আগ্রহ ধরে রাখতে সমর্থ হয়েছে বাংলাদেশ প্রতিদিন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন খুলনার ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা অমিয় কান্তি পাল, মাহাবুবুর রহমান মুন্না, কাজী শামীম, মাকসুদুর রহমান, খলিলুর রহমান সুমন, মুহা. নুুরুজ্জামান, শেখ শামসুদ্দীন দোহা, আনোয়ারুল ইসলাম কাজল, জাহিদ হোসেন, বেল্লাল হোসেন সজল, মনিরুল ইসলাম সাগর।
পরে বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছর পদার্পণ উপলক্ষ্যে পত্রিকাটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ