বাবুই পাখির সংসার ধ্বংস-প্রাণ-প্রকৃতি, বন-বন্যপ্রাণী-পাহাড়-জলাভূমির প্রতি সহিংসতার বিরুদ্ধে নেত্রকোনার পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশের আয়োজন করেছে সবুজ সংহতি এবং শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্যরক্ষা কমিটি। বারসিকের সহযোগিতায় প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।
সমাবেশে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক জনউদ্যোগ ফেলো সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সংস্কৃতিকর্মী জুয়েল রানা, সবুজ সংহতির সাংগঠনিক সম্পাদক মির্জা হৃদয় সাগর, সাংবাদিক পল্লব চক্রবর্তীসহ অনেকেই।
প্রতিবাদ সমাবেশে বক্তারা নির্বিচারে গাছ কাটা, বন উজাড়, পাখির অভয়ারণ্য ধ্বংসকারীদের বিচার দাবি করেন। তারা বলেন, বাবুই পাখি শুধু একটি পাখি নয়, এই পাখি মানুষকে নিখুঁতভাবে নিজের ঘর তৈরি করাসহ ব্যক্তিত্ব শিখিয়েছে। এই পাখি শৈল্পিক এক কারিগর হিসেবেও পাঠ্যবই থেকে শুরু করে সাহিত্যে জায়গা করে নিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন