রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু নগরবাসীর সড়কের ভোগান্তি শেষ হয়নি। সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন সিটি করপোরেশনের গায়েবানা জানাজাসহ বিভিন্ন কর্মসূচি নাগরিকরা পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন। ২০৫ বর্গ কিলোমিটারের এ সিটিতে নতুন পুরাতন মিলিয়ে সড়ক রয়েছে ১ হাজার ৪০০ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা রয়েছে ৩৮২ কিলোমিটার। কাঁচা রাস্তা রয়েছে ৭২২ কিলোমিটার। বাকি অন্যান্য। এর অধিকাংশ রাস্তার অবস্থাই বেহাল। ৩০০ কিলোমিটার পাকা রাস্তার প্রায় পুরোটাই এবড়োখেবড়ো। কোথাও কোথাও কাঁচা সড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিটি করপোরেশন হওয়ার আগে রংপুর পৌরসভায় ১৫টি ওয়ার্ড ছিল। সিটি করপোরেশন হওয়ার পর ৩৩টি ওয়ার্ডে উন্নীত করা হয়। পুরোনো ওয়ার্ডগুলো মূল শহরে। বাকিগুলো নগরীর বর্ধিত এলাকা হিসেবে পরিচিত। এসব এলাকায় রাস্তাঘাটের অবস্থা এতই বাজে যে অনেক স্থানে যোগাযোগ রক্ষা করতে নগরবাসীকে কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। এখানকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে জিএলরায় সড়কের কামালকাছনা কাঁচা বাজার, শাহিপাড়া মোড়, গুঞ্জন মোড়, তিন মাথাসহ প্রায় শতাধিক স্থানে ভাঙা ও গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে ১ থেকে ৩ ফুট পরপর গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সেখানে হাঁটু পরিমাণ কাদাপানি জমে যায়। বাড়ে দুর্ভোগ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক মোড় থেকে বুড়িহাট যাওয়ার পথে বেশ কয়েকটি স্থানে খানাখন্দের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসব জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়ক সংস্কারে বরাদ্দ অপ্রতুল থাকায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৬ জুলাই)
- বদলে যাচ্ছে কারাগার
- বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান দলে ফিরলেন বাবর-রিজওয়ান
- ফের আন্দোলনে নামছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা
- একদিনে তিন গ্রেটকে ছাড়িয়ে রুট, সামনে শুধু টেন্ডুলকার
- বন্দরের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক অপারেটর দরকার: নৌ পরিবহন উপদেষ্টা
- মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
- সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে : নুর
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জয়দেবপুর রেলস্টেশনে খাবার বিতরণ
- চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু
- রূপগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
- সুনামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ
- ‘চাঁদাবাজি-সালিশবাজি বিএনপির রাজনৈতিক আদর্শ নয়’
- রসিককে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
- ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণ, পুলিশের দুঃখ প্রকাশ
- 'প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে'
- কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের
- মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩৩
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন
- সাড়ে চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ৩৬২ কোটি রুপি
এক যুগেও নেই পরিবর্তন সড়কের বেশির ভাগই বেহাল
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর