গাজীপুরে তিন চাকার যানবাহনে অতিষ্ঠ নগরবাসী। এসব অবৈধ গাড়ির চালকদের লাগে না ড্রাইভিং লাইসেন্স, লাগে না সিটি করপোরেশনের অনুমতি। যার ফলে ছোট ছোট শিশুরাও ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছে এবং সড়কে যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করছে। সড়কে অন্যান্য গাড়ির চেয়ে অটোরিকশার সংখ্যা বেশি। সরেজমিন ঘুরে দেখা যায়, গাজীপুরে সড়ক ও মহাসড়কে এখন গলার কাঁটা তিন চাকার যান, ব্যাটারিচালিত অটো ও ইজিবাইক। এসব যানবাহনের সংখ্যার নেই কোনো পরিসংখ্যান। পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। রাতে অটোরিকশা দিয়ে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সড়ক দখল করে গড়ে উঠেছে অটো স্ট্যান্ড। অবৈধ গাড়ি তৈরির অসাধু মালিক ও চালকরা কোনো নিয়ম মানছেন না। টঙ্গী বাজার, স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট, হোসেন মার্কেট, এরশাদ নগর, তাড়গাছ, বড়বাড়ি, বোর্ডবাজার, মালেকের বাড়ি, চৌরাস্তা, জয়দেবপুর, শিববাড়ি, পুবাইল, মিরের বাজারসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অটো স্ট্যান্ড। স্থানীয় শিলমুন এলাকায় বাসিন্দা মজনু বলেন, অটোরিকশার যন্ত্রণায় রাস্তায় বের হওয়া মুশকিল। কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মো. আসাদুজ্জামান বলেন, এসব গাড়ির গতি অন্যান্য গাড়ির তুলনায় কম, ফলে সড়কে যানজট লাগে।
আমরা প্রতিদিন অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ডাম্পিং পয়েন্ট উত্তর ও দক্ষিণ এলাকায় প্রতিদিন এসব গাড়ি ডাম্পিং করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।