বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ বগুড়া সার্কেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন, লক্করঝক্কর ও কালো ধোঁয়া নির্গত গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না। তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার। সড়কে শৃঙ্খলা ফেরাতে দেশজুড়ে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে।”
তিনি আরও জানান, দেশের অধিকাংশ জেলায় প্রায় ৬০ শতাংশ চালক হেলমেটবিহীন অবস্থায় গাড়ি চালান, যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বিআরটিএ রাজশাহী বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক (ইঞ্জি.) হারুন উর রশিদ এবং মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের সদস্যদের হাতে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহত একজনের হাতে ১ লাখ টাকা—মোট ৮১ লাখ টাকার চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ৪৯ জনকে ২ কোটি ২৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক