সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি গ্রামে সুরমা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সুরমা নদীর ভয়াবহ ভাঙনে হরিনাপাটি গ্রামের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে বহু পরিবার বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। অবশিষ্ট ঘরবাড়িও এখন নদী ভাঙনের হুমকিতে রয়েছে।
তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখনই উদ্যোগ না নিলে পুরো গ্রাম হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল খালিক, সাফি উদ্দিন ফাহিম, হাফিজ আনোয়ার হোসেন, শিক্ষক আবুল খয়ের, আলহাজ্ব আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, মো. আযর আলী, মো. আহাদ আলী, ইউপি সদস্য শরকত আলী, ব্যাংক কর্মকর্তা রেজাউল হক, শাবাজ মিয়া প্রমুখ।
গ্রামবাসীরা অবিলম্বে ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক