রোহিত শেঠি আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত সেই ঘোষণাটি অবশেষে দিয়ে দিলেন। রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’র সিক্যুয়েল আসছে বলে জানিয়েছেন এই বলিউড পরিচালক।
তিনি জানান, এই 'কপ ইউনিভার্সে' আরও নতুন চরিত্র যুক্ত হবে এবং একাধিক নতুন সিনেমাও নির্মিত হবে। রোহিত শেঠি বলেন, সিম্বারও দ্বিতীয় পর্ব আসবে, সূর্যবংশীর গল্পও এগিয়ে চলবে। আরও চরিত্র যুক্ত হবে। সেই সঙ্গে আরও সিনেমা তৈরি হবে কপ ইউনিভার্সে। আমরা এই ইউনিভার্সটা তৈরি করেছি ঠিক এজন্যই।
তিনি আরও জানান, শুরুতে এই ইউনিভার্স তৈরির কোনও পরিকল্পনা ছিল না। ২০১১ সালে ‘সিঙ্ঘাম’ নির্মাণের সময় তিনি ভাবেননি যে এটি একদিন এমন বিশাল এক ব্র্যান্ডে রূপ নেবে। পরে ‘সিম্বা’র চিত্রনাট্য তৈরির সময় থেকেই বিভিন্ন পুলিশ চরিত্রকে একত্র করার ভাবনা গড়ে ওঠে।
‘গোলমাল’খ্যাত এই নির্মাতা জানান- অজয় দেবগণ, দীপিকা পাডুকোন, রণবীর সিং ও করণ জোহরের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি বলেন, রাতের যে কোনও যাদের ফোন করতে পারি তাদের মধ্যে অজয় স্যার, রণবীর আর দীপিকা রয়েছেন। আমাদের সম্পর্কটা খুবই গভীর।
তিনি আরও বলেন, যখন ‘সিঙ্ঘাম এগেইন’ সিনেমা নির্মাণের শেষ ধাপের শুটিং বাকি ছিল তখন দীপিকা চার মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেও তিনি শুটিংয়ে অংশ নেন। এমন সম্পর্ক আজকের দিনে সত্যিই বিরল।
উল্লেখ্য, রোহিত শেঠির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিঙ্ঘাম এগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং ও অক্ষয় কুমার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ