রাশিয়াকে ‘অবিলম্বে ও নিঃশর্তভাবে’ ইউক্রেনে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বুধবার রাতে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন নিহত হওয়ার পর এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে অবিলম্বে তার হামলা বন্ধ করতে হবে।
অবিলম্বে ও নিঃশর্তভাবে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে এক্স-এ এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধে সম্মত হওয়ার ৪৪ দিন অতিক্রান্ত হয়েছে এবং রাশিয়া ৪৪ দিন ধরে আমাদের জনগণকে হত্যা করে চলেছে।’
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত