বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনার পানিতে নিখোঁজ পর্যটক ইকবাল হোসাইনের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার ঝরনার পানিতে গোসলে নেমে নিখোঁজ হন ইকবাল। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ১০-১১ জনের একটি দল বান্দরবানের আলীকদম হয়ে থানচির তিন্দু পয়েন্টে পৌঁছে। সেখান থেকে তারা নাফাখুমে যায়। বিকালে নাফাখুমে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যান ইকবাল হোসাইন।