রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে এসে অধিনায়কত্ব পাচ্ছেন না সাঞ্জু স্যামসন। সামনের আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গাইকদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এটি নিশ্চিত করেছে চেন্নাই।
আইপিএলের ট্রেডিং উইন্ডোতে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, স্যাম কারানের পরিবর্তে স্যামসনকে নিয়েছে চেন্নাই। তখন থেকেই শুরু হয় গুঞ্জন, অধিনায়কত্বও পেতে পারেন অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটার।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় চেন্নাই লিখেছে, 'দলকে এগিয়ে নিন, অধিনায়ক রুতুরাজ গাইকদ।'
এতেই স্পষ্ট হয়ে যায়, অধিনায়কত্ব পাচ্ছেন না স্যামসন। শুধু একজন ওপেনার হিসেবেই খেলবেন আইপিএলে অধিনায়কত্ব করার দীর্ঘ অভিজ্ঞতা থাকা ৩১ বছর বয়সী ব্যাটার। ২০২৩ সালের আইপিএলে সবশেষ চ্যাম্পিয়ন হয় চেন্নাই। পরবর্তী মৌসুমের শুরুতে মহেন্দ্র সিং ধোনির জায়গায় চেন্নাইয়ের নেতৃত্ব পান রুতুরাজ। এরপর ২০২৪ সালে পঞ্চম ও ২০২৫ সালের আইপিএলে সবার নিচে থেকে শেষ করে চেন্নাই।
গত আইপিএলে অবশ্য বেশিরভাগ ম্যাচে ছিলেন না রুতুরাজ। তার অনুপস্থিতিতে ধোনিই তখন দলকে নেতৃত্ব দেন। আইপিএল মিনি নিলামের আগে জাদেজা, কারান, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে চেন্নাই। ৪টি বিদেশি কোটাসহ সর্বোচ্চ ৮ জন ক্রিকেটার কেনার জন্য নিলামে ৪৩.৪০ কোটি রুপি আছে তাদের। আবু ধাবির ইতিহাদ এরেনায় আগামী ১৬ ডিসেম্বর হবে সামনের আইপিএলের মিনি নিলাম।
বিডি প্রতিদিন/নাজিম