পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের করা তিনটি পৃথক মামলার মধ্যে একটির শুনানি হওয়ার কথা রয়েছে আজ রবিবার।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই শুনানি নেবেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে গত ৩১ জুলাই, যখন আদালত দুদকের করা তিন মামলারই বিচার শুরুর নির্দেশ দেয়।
মামলাটির আগের কার্যদিবসে মোট আটজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত ৯ নভেম্বর তিনটি মামলায় মোট ২২ কর্মকর্তা-কর্মচারী আদালতে সাক্ষ্য দেন।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক গত ১৩ জানুয়ারি তিনটি পৃথক মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/জুনাইদ