নোয়াখালী-৫ আসনে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের পক্ষে কবির হাট বাজারে শনিবার সন্ধ্যায় এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি নেতারা জানান, ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে তারা কাজ করে যাবে এবং আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানকে উপহার দিবেন। এই সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন