হাঁফ ছেড়ে যেন বাঁচলো ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। মার্ক উডের স্ক্যান রিপোর্ট বড় স্বস্তি এনে দিয়েছে তাদের জন্য। কোনো চোট ধরা পড়েনি এই ফাস্ট বোলারের। অ্যাশেজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে তাই কোনো শঙ্কা নেই।
পার্থের লাইলাক হিলে প্রস্তুতি ম্যাচে গত শুক্রবার চার ওভারের দুটি স্পেল করার পর বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন উড। পরে তাকে স্ক্যান করতে পাঠানো হয়। শুরু হয় উৎকণ্ঠা নিয়ে অপেক্ষাও। অ্যাশেজে ইংল্যান্ডের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে গতিময় এই বোলারকে। তার চোট তো বড় ধাক্কাই হতে পারত দলের জন্য।
ইংল্যান্ডের বোর্ড বিবৃতিতে জানায়, উডের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েনি। তারপরও চোটপ্রবণ এই ফাস্ট বোলারকে প্রস্তুতি ম্যাচে আর মাঠে নামানো হবে না সতর্কতা হিসেবে। তবে দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাবেন তিনি স্বাভাবিকভাবেই।
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুর চোট পাওয়ার পর কোনো ধরনের ক্রিকেট আর দেখা যায়নি উডকে। এবারের ইংলিশ গ্রীষ্মে কোনো ম্যাচ তিনি খেলতে পারেননি। ভারতের বিপক্ষে একটি টেস্টে খেলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে খেলানো হয়নি। ক্যারিয়ারজুড়ে নানা সময়ে চোটের শিকার হওয়া ফাস্ট বোলারকে অতি সতর্কতায় সামলাচ্ছে ইংল্যান্ড মূলত এই অ্যাশেজে চোখ রেখেই।
৩৬ ছুঁইছুঁই ফাস্ট বোলারের শেষ অ্যাশেজ হতে পারে এটিই। পার্থ টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ শুরু আগামী শুক্রবার। ইংল্যান্ডের জন্য স্বস্তির খবর আছে আরও। অসুস্থতা কাটিয়ে প্রস্তুতি ম্যাচের মাঝামাঝি মাঠে নেমেছেন আরেক পেসার ব্রাইডন কার্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ