ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হওয়ায় জনমনে বিবিধ প্রশ্ন উঁকি দিচ্ছে।
তিনি বলেন, সরকারের প্রতিশ্রুত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্দিষ্ট কয়েকটি দল নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁয়তারা এদেশের জনগণ মেনে নেবে না। সকল নিবন্ধিত দলের অংশগ্রহণেই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব।
শনিবার রাজধানীর কাওরান বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এমদাুল হক পাটোয়ারী, মাওলানা শহিদুল ইসলাম আবেদী, পীরজাদা ছৈয়দ আরিফ বিল্লাহ, তরিকুল হাসান লিংকন প্রমুখ।
অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, মব ভায়োলেন্স, বিচার বহির্ভুত হত্যা, খুন, গুম, নাশকতা ক্রমাগত বর্ধিষ্ণু। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি দেশ এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। নির্বাচনের পূর্বে “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তিনি সমূহ আশঙ্কা প্রকাশ করেন। তিনি অবিলম্বে রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত