সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হিসেবে তেমন সফলতা পাননি। পরে এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে জায়গাই হয়নি।
সেসব ছাড়িয়ে আরও একটি দুঃসংবাদ পেলেন তিনি। ওয়ানডে অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। পিসিবি বিবৃতিতে রিজওয়ানের নাম পর্যন্ত উল্লেখ করেনি। যে কারণে তার অপসারণের সুনির্দিষ্ট কারণও জানা যায়নি। বোর্ড জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, রিজওয়ানকে সরানোর সিদ্ধান্তে ভূমিকা রেখেছে পিসিবির শীর্ষ পর্যায়।
রিজওয়ান ২০২৪ সালে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় করে পাকিস্তান। তবে ওই বছর পারফরম্যান্সে এক প্রকার ধস নামে তার। ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ড থেকেই পাকিস্তানের বিদায় নিলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন। তবে সেই সিরিজে পাকিস্তান ৪-১ ব্যবধানে হেরে যাওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়। আবার দায়িত্ব নেন বাবর আজম।
বিডি-প্রতিদিন/এমই