নির্বাচনের দিন রাতে সোনারগাঁও হোটেলে পরিচালনা পর্ষদের সভার প্রথম অংশ অনুষ্ঠিত হয়েছিল। বিসিবিতে দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হয়েছে গতকাল। সেখানেই বিসিবির ২৩টি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে ২৫ পরিচালকের মধ্যে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে রাখা হয়েছে ওয়ার্কিং কমিটি, বিপিএল ও গ্রাউন্ডস কমিটি। সহসভাপতি ফারুক আহমেদকে দেওয়া হয়নি কোনো কমিটি। সভা শুরুর অল্প কিছু পরে ব্যক্তিগত কাজে বের হয়ে যান ফারুক। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ঘরোয়ার সবচেয়ে আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিপিএল। টি-২০ টুর্নামেন্টের গত আসর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এবার ভালোভাবে আয়োজন করার অঙ্গীকার করেছেন বিপিএলের গভর্নিং কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। গত কমিটিতে তিনি মিডিয়া চেয়ারম্যান ছিলেন। এবার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আমজাদ হোসেন। ইশতিয়াক সাদেক চেয়ারম্যান হয়েছেন গেম ডেভেলপমেন্ট কমিটির। শানিয়ান তানিম চেয়ারম্যান ফ্যাসিলিটিজ কমিটি। ফারুক আহমেদ কোনো দায়িত্ব না পাওয়ার ব্যাখ্যায় ইফতেখার বলেন, ‘স্বাভাবিকভাবে বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। উনিই ভালো বলতে পারবেন।’
স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে পরিচালকবৃন্দ :
ওয়ার্কিং কমিটি : আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট অপারেশনস কমিটি : নাজমুল আবেদীন ফাহিম
ফিন্যান্স কমিটি : এম নাজমুল ইসলাম
ডিসিপ্লিনারি কমিটি : ফায়াজুর রহমান মিতু
গেম ডেভেলপমেন্ট কমিটি : ইশতিয়াক সাদেক
এজড গ্রুপ টুর্নামেন্ট কমিটি : আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি : আমিনুল ইসলাম বুলবুল
ফ্যাসিলিটিজ কমিটি : শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি : ইফতেখার রহমান
মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটি : শাখাওয়াত হোসেন
অডিট কমিটি : হাসানুজ্জামান
ওমেন উইং কমিটি : আবদুর রাজ্জাক রাজ
লজিস্টিকস কমিটি : ইয়াসির মোহাম্মদ ফয়সাল
মেডিকেল কমিটি : মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি : আবুল বাশার
মিডিয়া কমিটি : আমজাদ হোসেন
সিসিডিএম : আদনান রহমান দীপন
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি : জুলফিকার আলী খান
বাংলাদেশ টাইগার্স : রাহাত শামস
ওয়েলফেয়ার কমিটি : মোকছেদুল আলম বাবু
বিপিএল : আমিনুল ইসলাম বুলবুল
এইচপি : খালেদ মাসুদ পাইলট
টুর্নামেন্ট কমিটি : আহসান ইকবাল চৌধুরী