নারী ওয়ানডে বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক। ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করবে ট্রাইগ্রেসরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে টাইগ্রেসরা।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা ভারতের গৌহাটিতে শুরু হবে।
পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। গত বৃহস্পতিবার শ্রীলংকার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।
২০২২ সালে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে আসরের একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা।
বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।
বিডি-প্রতিদিন/বাজিত