ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি আবারও চোটের কারণে বিশ্রামে চলে গেছেন। সম্প্রতি হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় স্পেন জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। আন্তর্জাতিক বিরতির পরে ক্লাব পর্যায়ে এভারটনের বিপক্ষে ম্যাচেও তাঁর খেলায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রোববার প্রিমিয়ার লিগের ব্রেন্টফোর্ড মাঠে সিটির ১-০ গোলে জয় পাওয়া ম্যাচের ২২তম মিনিটে পায়ে অসুবিধা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রদ্রি। এর পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপ বাছাই পর্বের জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাঁকে স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে।
গত মৌসুমে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) চোটের কারণে বেশ সময় বাইরে থাকার পর রদ্রি মাঠে ফিরে আসেন। কিন্তু জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপে আবারও চোটের সম্মুখীন হন, যার ফলে এই মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলতে পারেননি। পরবর্তীতে বার্নলির বিরুদ্ধে ম্যাচে হাঁটুর ব্যথার কারণে বিশ্রামে ছিলেন।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন,"এটি পেশির চোট, তাই রদ্রিকে দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে। আমরা অবশ্যই তাকে দ্রুত ফেরাতে চাই, কারণ সে আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
রদ্রি নিজেও আশ্বস্ত করে বলেছেন, চোট গুরুতর নয় এবং দ্রুত সেরে উঠবেন। তিনি বলেন, "আমি হ্যামস্ট্রিংয়ে কিছু ব্যথা অনুভব করেছি, তবে খুব বেশি নয়। এটা ইউরো ফাইনালের সময়ের মতোই একটি ছোট টান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি গুরুতর কিছু নয়।"
বিডি প্রতিদিন/মুসা