কড়া রোদে তাল পেকেছে
ধাপুর ধুপুর পড়ে,
ভাদ্রের দুপুর দূরন্ত মন
থাকেনা তো ঘরে।
কাকডাকা ভোর বাতাস বয়ে
তালের ঘ্রাণে ভাসে,
পাড়ার সকল ছেলে মেয়ে
তাল কুড়াতে আসে।
সন্ধ্যা হলেই গ্রামের বাড়ি
কলাপাতায় পিঠা,
দলবেঁধে সব খোকাখুকি
দাঁতে লাগায় মিঠা।
মায়ের হাতের তৈরি পিঠা
কি যে মজা লাগে,
মিষ্টি তালের পিঠা খেয়ে
ঘুমোতে যায় আগে।