মাত্র তিন লিগ ম্যাচ শেষ, এখনই প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দল নির্ধারণের সুযোগ নেই। তবে অনুমান বা ভবিষ্যদ্বাণী করায় তো ক্ষতি নেই। আর সেই ভবিষ্যদ্বাণী যদি করেন কিলিয়ান এমবাপ্পে, তবে সেটি নিঃসন্দেহে বিশেষ কিছু হয়ে দাঁড়ায়। সম্প্রতি জার্মান পত্রিকা বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে শিরোপা দৌড়ে নিজের পছন্দের দলের নাম প্রকাশ করেছেন।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল দুর্দান্ত সূচনা করেছে শিরোপা ধরে রাখার মিশনে। লিগে টানা তিন ম্যাচে জয়, সর্বশেষ আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে। এমন দলকে উপেক্ষা করা কঠিন। এমবাপ্পেও লিভারপুলকে রেখেছেন তার তালিকায়। তবে এখানেই শেষ নয়—ফরাসি তারকা আরও দুটি দলের নাম উল্লেখ করেছেন, যাদের মধ্যে একটি দলকে তিনি শিরোপার জন্য নিজের ফেবারিট হিসেবে বেছে নিয়েছেন।
এমবাপ্পে বলেন, ‘আমার আর্সেনাল নিয়েও অনেক আশা আছে। কারণ, দলের মূল খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে। ফুটবলে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া পেপ গার্দিওলা আর আর্লিং হলান্ডকে নিয়ে ম্যানচেস্টার সিটিও সব সময় শিরোপার দৌড়ে থাকে।’
কোনো নির্দিষ্ট দলকে ফেবারিট হিসেবে বেছে নিতে বললে এমবাপ্পে জানান, ‘কঠিন প্রশ্ন। হয়তো আর্সেনাল, হতে পারে এটাই তাদের বছর। সিটি বা লিভারপুলের নাম বলা অবশ্য সহজ ব্যাপার।’
গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হয়েছিল এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। সেই স্মৃতি এখনো টাটকা। এমিরেটসে প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর বার্নাব্যুতে আর্সেনাল জেতে ২-১ ব্যবধানে। তবে নিজের ফেবারিট বেছে নিতে গিয়ে সেই তিক্ত স্বাদের কথা হয়তো মনে রাখেননি এই ফরোয়ার্ড।
এ সময় চ্যাম্পিয়নস লিগ নিয়েও ভবিষ্যদ্বাণী করে এমবাপ্পে বলেন, ‘আমি সব সময় রিয়াল মাদ্রিদের নাম বলি। তবে ইউরোপে অনেক ভালো দল আছে। গত বছর নতুন ফরম্যাটে দারুণ কিছু প্রতিযোগিতা ছিল। এ বছর আরও জমজমাট হবে। শেষ পর্যন্ত কে জিতবে, তা দেখার অপেক্ষায় থাকব।’
বিডি প্রতিদিন/নাজিম