আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির ঘোষিত ২৪ সদস্যের দলে রয়েছেন লিওনেল মেসি। তবে নেই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হেডলাইন দাও
স্কালোনি তার দলে রাখেননি স্থানীয় লিগের কোনো খেলোয়াড়। ঘরোয়া লিগের প্লে-অফ পর্বের কথা মাথায় রেখে তিনি রিভার প্লেটের লাউতারো রিভেরো, মারকোস আকুনা ও বোকা জুনিয়র্সের লিয়ান্দ্রো পারেদেসকে বিশ্রাম দিয়েছেন।
আর্জেন্টিনা দল:
গোলকিপার: জেরোনিমো রুলি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মারকোস সেনেসি (বোর্নমাউথ), নিকোলাস টাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), ম্যাক্সিমো পেরোনে (কোমো), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), জিওভান্নি লো সেলসো (বেতিস), নিকোলাস পাজ (কোমো)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাউতারো মার্তিনেজ (ইন্তার মিলান), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জিয়ানলুকা প্রেস্টিয়ানি (বেনফিকা), হোয়াকিন পানিচেল্লি (স্ট্রাসবুর্গ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)।
বিডি প্রতিদিন/নাজিম