ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালিয়ে ১৪০ প্রাণ কেড়ে নিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এটি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ে এই ঝড়।
দেশটির সরকারি ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উপকূলে ঘণ্টায় ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কালমেগির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামের গিয়া লাই প্রদেশে। ঝড়ের তীব্র বাতাস ও বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ শত শত ফ্লাইট বাতিল করতে এবং ছয়টি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে।
ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার তৎপরতার জন্য ২ লাখ ৬০ হাজারেরও বেশি সেনা ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ছয় হাজার ৭০০টিরও বেশি যানবাহন ও সরঞ্জাম এবং ৬টি বিমান মোতায়েন করা হয়েছে।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ চীন সাগরে ৮ মিটার (২৬ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, সাতটি শহর ও প্রদেশের শতাধিক এলাকায় পরবর্তী ছয় ঘণ্টায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।
ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বহু বাড়ির ছাদ উড়ে গেছে, হোটেলের কাচের জানালা ভেঙে গেছে এবং গাছপালা উপড়ে পড়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে কালমেগি ভিয়েতনামের উপকূলে আঘাত হানে। মাত্র আধঘণ্টার মধ্যেই ডাক লাক প্রদেশের শতাধিক মানুষ সাহায্যের জন্য ফোন করেন। অনেকেই জানান, তাদের ঘরবাড়ি ধসে পড়েছে বা তলিয়ে গেছে।
ভিয়েতনামে গত কয়েকদিন ধরেই অতিবৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত হয়ে আছে। এরমধ্যে এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানল দেশটিতে।
ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় টাইফুন আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে এটি দাক লাক এবং গিয়া লাই প্রদেশের ওপর আছে।
টাইফুনের কারণে সাতটি শহরের শত শত মানুষ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে আছে বলে সতর্কতা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ।
ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় বাড়িঘরের ছাদ উড়ে যাওয়া, হোটেলের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শক্তিশালী ঝড়ো বাতাসে অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে সড়কে পড়েছে।
টাইফুন আঘাত হানার ৩০ মিনিট পর দাক লাক প্রদেশের মানুষ সহায়তা চায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ভিয়েতনামের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উপপরিচালক নগুয়েন সুয়ান হিয়েন সতর্ক করে বলেন, ২০১৭ সালের ড্যামরি টাইফুনের তুলনায় কালমেগি আরও শক্তিশালী। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
এদিকে শক্তিশালী এ সামুদ্রিক ঝড়ের কবল থেকে বাঁচতে গতকাল থেকেই ব্যাপক তৎপরতা শুরু করে ভিয়েতনামের সরকার। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, বৃহস্পতিবার সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/নাজিম