প্রিমিয়ার লিগের শুরুতে দুটি ম্যাচে এখনও জয়ের দেখা না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শনিবারের বার্নলি ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ কাপ থেকে নিম্নমণ্ডলীর গ্রিমসবির কাছে হারায় দলের কোচ রুবেন আমোরিমের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তীব্র হয়েছিল। তাই ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচে জয় ইউনাইটেডের জন্য চাপ মুক্তির অন্যতম বড় সুযোগ ছিল।
সেই সুযোগটি তারা মিস করেনি। নাটকীয় এক ম্যাচে ৩-২ গোলে বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় তুলে নেয় ইউনাইটেড। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ নির্ভুল শট দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আধিপত্য বিস্তার করার চেষ্টা করলেও রক্ষণভাগের দুর্বলতা ও গোলকিপিংয়ে দুর্বলতার কারণে বার্নলি দুইবার সমতা ফেরাতে সক্ষম হয়। ২৭ মিনিটে কাসেমিরোর হেড শট বারে লেগে ফিরলেও সৌভাগ্যক্রমে প্রতিপক্ষের জশ কালেনের শরীর স্পর্শে বল জালে ঢুকে ইউনাইটেড এগিয়ে যায়।
বার্নলির লাইল ফস্টার ও জেডন অ্যান্থনির গোলের পর ৫৭ মিনিটে ব্রায়ান এমবিউনো ইউনাইটেডকে আবারও এগিয়ে দেন। যদিও ৬৬ মিনিটে বার্নলি সমতা ফেরাতে সক্ষম হয়। তবে ম্যাচের শেষ পর্বে আমাদ দিয়ালোকে ফাউল করার পর ভিএআরের পর্যালোচনার মাধ্যমে পেনাল্টি দেওয়া হয়। আগের ম্যাচে পেনাল্টি মিস করা ব্রুনো নিখুঁত শটে গোল করে ইউনাইটেডকে প্রথম লিগ জয়ে নিয়ে আসেন।
বিডি প্রতিদিন/মুসা