মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল এখন যেন দিশেহারা। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারার পর দলটি নেমে গেছে ষষ্ঠ স্থানে, আর এই বিপর্যয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কোচ আর্না স্লট।
শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-২ গোলের হারে আবারও ব্যর্থ হলো শিরোপাধারীরা। এর আগে ক্রিস্টাল প্যালেস, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও হেরেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারের এই রেকর্ড প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের ইতিহাসে অন্যতম অনাকাঙ্ক্ষিত অধ্যায়।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই পিছিয়ে পড়ে স্লটের দল। পঞ্চম মিনিটে ড্যাঙ্গোর গোলে পিছিয়ে পড়ার পর ৪৫তম মিনিটে কেভিন শাডার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। বিরতির ঠিক আগে মিলোস কেরকেজের গোলে একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগোর স্পট কিকে আবারও দুই গোলের ব্যবধান তৈরি হয়। শেষ দিকে মোহামেদ সালাহর গোল কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।
এই হারে ৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ১৫—২০২১ সালের ফেব্রুয়ারির পর যা তাদের সবচেয়ে বাজে অবস্থান। গত মৌসুমে পুরো মৌসুমে যেখানে দলটি হেরেছিল মাত্র চার ম্যাচ, এবার সেই সংখ্যায় পৌঁছে গেল মাত্র নয় ম্যাচেই।
ম্যাচশেষে টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপে স্লট বলেন,“ফুটবলে ম্যাচ হারের হিসেবে আমার কোচিং জীবনের সবচেয়ে খারাপ সময় এটা। ৩০ মিনিট পর ব্রেন্টফোর্ড পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তারা লং থ্রো, সেট পিস—সব জায়গাতেই আমাদের চেয়ে ভালো খেলেছে।”
২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুলের দায়িত্ব নেওয়া স্লট অভিষেক মৌসুমেই লিগ শিরোপা জেতান দলকে। এবার শিরোপা ধরে রাখার মিশনে প্রথম পাঁচ ম্যাচেই জিতে দুর্দান্ত সূচনা করলেও এরপর থেকেই শুরু হয় ছন্দপতন।
টানা চার পরাজয়ে প্রিমিয়ার লিগে শিরোপাধারী দলের মধ্যে বিব্রতকর এক রেকর্ড গড়ল লিভারপুল। আর স্লটের মতে, এই ধারাবাহিক ব্যর্থতার মধ্যে ব্রেন্টফোর্ড ম্যাচটি ছিল সবচেয়ে হতাশাজনক।
বিডি প্রতিদিন/মুসা