মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রবিবার কাভা ভলিবল কাপে বাংলাদেশের জয়রথ থামল। রাউন্ড রবিন লিগের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হেরে গেল তুর্কমেনিস্তানের কাছে।
বাংলাদেশের শুরুটা হয়েছিল চমকপ্রদ। প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে হেরে গেলেও দ্বিতীয় সেটে ২৫-১৭ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় হরসিত-রাতুলরা। তবে তৃতীয় সেটে ২৫-২১ ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে দল। চতুর্থ সেটে ২৫-২০ ব্যবধানে জিতে সমতায় ফেরে বাংলাদেশ।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পঞ্চম সেটে। সেখানে তুর্কমেনিস্তান টানা দুই পয়েন্ট তুলে নিয়ে ১৬-১৪ পয়েন্টে জয় নিশ্চিত করে। ফলে টানা তিন ম্যাচ জয় শেষে বাংলাদেশের জয়রথ থামল এবং তারা প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল।
এর আগে বাংলাদেশ মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ সেটে জয়ের পর শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে জয়ের ধারাকে ধরে রেখেছিল বাংলাদেশ।
বাংলাদেশ রাউন্ড রবিন লিগের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে আফগানিস্তানের।
বিডি প্রতিদিন/মুসা