বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের চিকিৎসা নিয়ে ভিসা জটিলতায় পড়ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই জটিলতা কাটিয়ে কার্যকর সমাধানে পৌঁছাতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে বোর্ড। ক্রিকেটারদের চিকিৎসার জন্য কাতারের বিশ্বখ্যাত এসপেটার হাসপাতালকে নির্ধারিত চিকিৎসাকেন্দ্র হিসেবে বেছে নিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।
বিসিবির চিকিৎসা বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় দলের খেলোয়াড়দের ইনজুরি বা চিকিৎসাজনিত প্রয়োজন অনুযায়ী কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করার প্রস্তাব দিয়েছে মেডিকেল ইউনিট। এর ফলে, কোন ক্যাটাগরির খেলোয়াড় কোন দেশে চিকিৎসা নেবেন, তা আগেই নির্ধারিত থাকবে। তবে ইনজুরির ধরন অনুযায়ী, চিকিৎসার গন্তব্য দেশ পরিবর্তনও করা হতে পারে।
বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপকভাবে পরিচিত এসপেটার স্পোর্টস মেডিসিন হাসপাতাল। কাতারে অবস্থিত এই প্রতিষ্ঠানেই ২০২৩ সালে অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এছাড়া আনহেল ডি মারিয়া, মো ফারাহ, ইয়া ইয়া তোরে-র মতো বিশ্বখ্যাত ক্রীড়াবিদরাও এখানে চিকিৎসা নিয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের জন্যও হাসপাতালটি নতুন নয়। জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, অভিষেক দাস এবং আশিকুর জামান আগেও এখানে চিকিৎসা নিয়েছেন।
কাতারে সহজে ভিসা পাওয়া যায় বলেই মূলত এসপেটার'কে প্রাধান্য দিচ্ছে বিসিবি। এতে বিদেশে চিকিৎসা প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজ হবে বলে মনে করছে বোর্ড।
এছাড়া বিসিবির মেডিকেল বিভাগ থেকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের একাডেমি ভবনে একটি ‘মিনি মেডিকেল ইউনিট’ স্থাপন করা। একইসঙ্গে পুরো মেডিকেল কার্যক্রম একাডেমিতে স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা