ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার একই মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির অন্য দলে খেলতে যাচ্ছেন তিনি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুস্তাফিজকে দলে ভিড়ানোর খবর নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাংলাদেশি এই তারকাকে।
এর আগে আইপিএল ২০২৪ মৌসুমে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। এবার আইএল টি-টোয়েন্টিতেও বদলি ক্রিকেটার হিসেবে নতুন মঞ্চে নামার অপেক্ষায় তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।
দেশের বাইরের কোনো লিগে চতুর্থ বারের মতো খেলবেন মুস্তাফিজ। ইতোমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজিম