গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি দ্রুব বিশ্বাসের বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে। জানা গেছে, বুধবার রাত ১১টায় মানিক বিশ্বাস মটরসাইকেল নিয়ে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালু বরুন বাড়ৈর বাড়ি বেড়াতে আসে এবং রাতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়।তবে মানিক বিশ্বাস বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোক তার মুঠোফোনে ফোন দিয়ে তাকে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে।
এ দিকে এ সংবাদ পেয়ে মানিক বিশ্বাসের খালু বাড়ির লোকজনও তাকে খুঁজতে বেড় হয়। বৃহস্পতিবার দুপুরে তেতুলবাড়ির স্থানীয় জনগণ রাস্তার পাশে খালে মধ্যে একটি মটরসাইকেল পড়ে থাকতে দেখে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ বিকেল ৩ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মটরসাইকেল ও মানিক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে মানিক বিশ্বাসের খালাতো ভাই সুমন বাড়ৈ লাশটি তার খালাতো ভাই মানিক বিশ্বাসের বলে সনাক্ত করে। সুমন বাড়ৈ বলেন,আমার খালাতো ভাই মানিক বিশ্বাস দূর্ঘাপুজা উপলক্ষে বুধবার রাত ১১ টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং রাতের খাওয়া দাওয়া সেরে পুজা দেখে রাত ১২ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানিক বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে তার মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম