ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) ২০২৫-এর নিলামে সবচেয়ে আলোচিত নাম ছিল রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক অফ-স্পিনার ছিলেন একমাত্র ক্রিকেটার যার ভিত্তিমূল্য ছুঁয়েছিল ছয় অঙ্ক—১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু সেই অশ্বিনকেই অবশেষে কেউই দলে নেয়নি। অবিক্রীত থেকে গেলেন এই অভিজ্ঞ তারকা।
ক্রিকেট বিশ্বের নতুন বাস্তবতায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এখন তারকাদের সবচেয়ে বড় মঞ্চ। জাতীয় দলের চেয়ে তুলনামূলক কম পরিশ্রমে অনেক বেশি আয়ের সুযোগ থাকায় অনেক ক্রিকেটারই ঝুঁকছেন এই লিগগুলোর দিকে। তেমনটাই করেছিলেন অশ্বিনও। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পথ খুলতেই গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ৩৯ বছর বয়সী এই অফ-স্পিনিং গ্রেট।
তার প্রথম গন্তব্য হতে যাচ্ছিল সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি। তাইতো নাম দিয়েছিলেন এবারের নিলামে। কিন্তু প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নিলামে অশ্বিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
নিলামের আগে অশ্বিন ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটার হিসেবে তার নাম ছিল সবার উপরে। কিন্তু নিলাম শুরু হতেই শুরু হয় চমক, আর সবচেয়ে বড় চমকই ছিলেন অশ্বিন নিজেই কারণ তাকে কেউই নিতে চায়নি!
আইএল টি-টোয়েন্টি ২০২৫ আসর মাঠে গড়াবে ২ ডিসেম্বর, চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
বিডি প্রতিদিন/মুসা