এশিয়ার কাপের পরপরই শুরু হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। যেখানে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ছয় ম্যাচের এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য ধারাভাষ্য প্যানেলও ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই প্যানেলে একজন বাংলাদেশি রয়েছেন।
ধারাভাষ্য প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি হলেন আতহার আলী খান। ভয়েস অব বাংলাদেশ খ্যাত সাবেক এই ক্রিকেটারের সঙ্গী হবেন এক ঝাঁক তারকা। যেখানে আছেন রমিজ রাজা ও ফারভিজ মাহারুফের ধারাভাষ্যকার।
এছাড়া, প্যানেলে থাকা বাকিরা হলেন— অ্যান্ড্রু লিওনার্ড, আহমেদ ফরহাদ ফিদাই, আওয়াইস শাহ ও দেবেন্দার কুমার।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ : জাকের আলী অনিক (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রাফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই ও বশির আহমেদ।
বিডি প্রতিদিন/কেএ