ফুটবল মাঠে তার ঝলক যেমন চোখ ধাঁধানো, মাঠের বাইরে নেইমার জুনিয়র যেন আরেকটি জগৎ! খেলা, স্টাইল, বিলাসিতা আর শৈল্পিক পছন্দে বরাবরই আলাদা অবস্থান গড়ে তুলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এবার তার গ্যারেজে যুক্ত হলো এমন এক গাড়ি, যা দেখে মনে হবে সিনেমার পর্দা থেকেই যেন উঠে এসেছে—ব্যাটম্যানের সেই বিখ্যাত ‘ব্যাটমোবাইল’!
নেইমারের ব্যাটম্যান ভালোবাসা নতুন নয়। ২০২২ সালে প্যারিসে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারে অভিনেতা রবার্ট প্যাটিনসন ও জো ক্র্যাভিটজের সঙ্গে লাল গালিচায় পোজ দিয়েছিলেন তিনি। এমনকি সম্প্রতি নিজ ক্লাব সান্তোসের ড্রেসিং রুমেও তাকে দেখা গেছে ব্যাটম্যানের পোশাকে। সেই ভালোবাসারই প্রতিফলন ঘটল তার নতুন গাড়ি সংগ্রহে—ব্যাটম্যান ট্রিলজির অনুকরণে তৈরি একটি আসল ‘ব্যাটমোবাইল’!
এই ‘ব্যাটমোবাইল’ একটি পূর্ণাঙ্গ রেপ্লিকা, যা কিনতে নেইমার খরচ করেছেন প্রায় ১.৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২০ কোটি! গাড়িটির ভেতরে রয়েছে ৫০০ হর্সপাওয়ারের শক্তিশালী ভি-৮ ইঞ্জিন। ডিজাইন থেকে ফিচার—সবই এমনভাবে তৈরি যেন দেখে মনে হয় সত্যিই ‘ডার্ক নাইট’ গোথাম সিটি ছেড়ে নেইমারের বাড়িতে নেমে এসেছেন।
আর সবচেয়ে বিস্ময়কর তথ্য—এই গাড়ির পেছন থেকেও আগুন বের করার ফিচার রাখা হয়েছে! ঠিক যেমনটা দেখা যায় ক্রিস্টোফার নোলানের 'ডার্ক নাইট' সিনেমাগুলোতে।
এই ব্যাটমোবাইল তৈরির কাজটি ছিল দারুণ জটিল। এর নকশা তৈরি করেছেন ব্রাজিলিয়ান ডিজাইনার আদেমার কাবরাল। তার নেতৃত্বে ৫০ জনের একটি দল টানা তিন বছর ধরে কাজ করেছেন এই প্রকল্পে। অবশেষে সেই যন্ত্রদানব পৌঁছে গেছে নেইমারের সাও পাওলো শহরের বাড়িতে, যেটি শহরের ড্রিম কার মিউজিয়াম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।
এই দৃষ্টিনন্দন গাড়ি যদিও দেখার জন্য দুর্দান্ত, তবে এটি চালিয়ে রাস্তায় বের হওয়া নেইমারের পক্ষে সম্ভব নয়। গাড়িটির ডিজাইন ও ফিচার এমনই যে, এটি সড়কে চলার উপযোগী নয়। অর্থাৎ এই ব্যাটমোবাইল কেবল সংগ্রহের জন্যই। তাই ভক্তরা নেইমারকে এই গাড়িতে শহর ঘুরে বেড়াতে দেখতে পাবেন না।
ব্যাটমোবাইল যুক্ত হওয়ার আগে নেইমারের গ্যারেজে ছিল একাধিক সুপারকার। তার সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান, অডি আর-৮ স্পাইডার, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ফেরারি পুয়েরোসাঙ্গুয়ে ও অ্যাস্টন মার্টিন ডিবিএক্সের মতো দামী গাড়ি। নতুন ব্যাটমোবাইল সেই তালিকাকে যেন এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
ব্যক্তিগত জীবনেও নেইমার যেন ঠিক ততটাই নাটকীয়, যতটা তিনি মাঠে। ব্যাটম্যানের ভক্ত থেকে এবার নিজেই এক রকম 'ডার্ক নাইট' হয়ে উঠলেন নেইমার। বাস্তব জীবনের গ্যারেজে যখন ব্যাটমোবাইল, তখন বলা যায়, ফুটবলের রাজপুত্র এবার পরিণত হলেন সিনেমার সুপারহিরোতেও!
বিডি প্রতিদিন/নাজমুল