গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই শহিদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা, এতে জুলাইয়ের গল্প বলা ও স্মৃতিচারণ করা হয়।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এতে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি। জুলাই যোদ্ধারা জাতির নতুন অনুপ্রেরণা। তাদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কেএ